Lots of likes and love from so many of you keep me dancing my earning power. - Anjan Dutt
অঞ্জন দত্ত, ব্লগSHOT: আজ ৬৯ এ পা দিলাম।
আপনাদের অনেকের অজস্র ভালো লাগা এবং ভালোবাসা আমাকে আমার রোজগারের ক্ষমতা নাচিয়ে রেখেছে।
আমি celebrity নই। মৃণাল সেন আমাকে সিনেমায় কাজ না দিলে, কিংবা আমি "বেলা বোস" গান টা না লিখলে আমিও অনেক জনপ্রিয় হতে না পারা অথচ telented মানুষের মতো হারিয়ে যেতাম। যাইনি।
আজ কারুর কাছে আমি "খারিজ" কিংবা "যুগন্ত"। কারুর কাছে "Madly Bangali" কিংবা "চলো Let's Go"। অজস্র মানুষের কাছে আমার গান, "ছোটবেলার nostalgia"। কিছু হাতে গোনা মানুষের কাছে নাটক "গ্যালিলিও" কিংবা "সেলসম্যানের সংসার"। আবার কারুর কাছে কিছু অনেক পুরনো telefilm "আমার বাবা"। কিছু মানুষের কাছে হয়তো "ব্যোমকেশ"। হয়তো। কারণ অনেকেই জানেন না আমি ২০০৮ এ ব্যোমকেশ কে নিয়ে অনেক লড়াই করে সিনেমা বানাই। কারুর কাছে ভালো আজকের যুগের ভালো অভিনেতা। "উমা" কিংবা "সাহেব বিবি গোলাম"। ইদানিং কারুর কাছে "চলো অঞ্জন" এর টিভি চ্যাট শো। অনেকের কাছে "মদ, সিগারেট, কালো চশমা, দার্জিলিং, পার্ক স্ট্রীট"। ...বাংলাদেশের লেখক সাজ্জাদ হুসাইন এর দৌলতে আমি "জার্মানিতে নাট্য কর্মী"। কারুর কাছে আমি anglisized। আমি egocentric। কারুর কাছে আমি ব্যতিক্রমী।.
আমি চলেছি। আমি ঠিক কি বা কে বিচার করবে আমার কাজ। সেই কাজ বাজারে হারিয়ে যেতে পারে। কিন্তু আমি জানি সেই বাজার তাৎক্ষণিক।
The day I decided to do theatre it was from my wish. I never cared whether it would work. Same goes for my songs. Same for each and and every film I have ever made. You may not have liked it. It's your choice. I did them because I believed in them.
আজ এক বছরের বেশি সময় দিয়ে নিজের গোয়েন্দা গপ্পো লিখে, সেটার বই প্রকাশ করে, এবং সেই গপ্পের গোয়েন্দা নিতে সিনেমা বানিয়েছি। সেরা একমাত্র আপনারই সার্থক করতে পারেন। Publicity নয়। আপনাদের নানা ধরনের বিশেষ আর ভরসা।
- Anjan Dutt
COMMENTS